For me the quintessential Calcutta song will always be প্রথম সবকিছু [All the first times]. The composer-singer is the city bard Kabir Suman. The song goes over the various first times through which each one of us come to create involuntary bonds with the city. The first sweet memories of childhood, the first adventures while growing up, the first inspirations and disillusionments - every moment survives as distinct memories, strewn across the length and breadth of the city. The song, hard to translate, expresses these senses of attachment and belonging through a familiar middle-class language, something very typical of Suman, using references that are somewhat typical of bhadralok lives in the city. The chorus could perhaps roughly translate as:
'This city knows all my first-times,
Howmuchsoever I run from it,
It keeps coming back to me!'
The complete lyrics:
প্রথম স্কুলে যাবার দিন, প্রথম বার ফেল,
প্রথম ছুটি হাওড়া থেকে ছেলেবেলার রেল,
প্রথম খেলা লেকের মাঠে প্রথম ফুটবল,
মান্না, পিকে, চূনীর ছবি বিরাট সম্বল।
প্রথম শেখা ইমন রাগ, প্রথম ঝাঁপতাল,
প্রথম দেখা শহর জোড়া বিরাট হরতাল,
প্রথমবার লুকিয়ে টানা প্রথম সিগারেট,
প্রথমবার নিজামে গিয়ে কাবাব ভরপেট -
এই শহর জানে আমার প্রথম সবকিছু,
পালাতে চাই যত, সে আসে আমার পিছুপিছু।
প্রথম প্রেমে পড়ার পর সবাই পস্তায়
হন্যে হয়ে ক্লাস পালিয়ে ঘুরেছি রাস্তায়
প্রথম প্রেম ঘুচে যাওয়ার যন্ত্রণাকে নিয়ে
কান্না চেপে ঘুরেছিলাম তোমারি পথ দিয়ে –
এই শহর জানে আমার প্রথম সবকিছু,
পালাতে চাই যত, সে আসে আমার পিছুপিছু।
প্রথম দেখা লাল নিশান, মিছিল কলতান,
প্রথম শোনা জনসভায় ‘হেঁই
সামালো ধান’
প্রথম দেখা তরুণ লাশ চলছে ভেসে ভেসে
দিন বদল করতে গিয়ে শহিদ হল শেষে।
প্রথম দেখা ভিখারিনীর কোলে শহিদ শিশু,
প্রথম দেখা আস্তাকুঁড়ে কলকাতার যীশু,
প্রথম দেখা দিনদুপুরে পুলিশ ঘুষ খায়,
প্রথম জানা পয়সা দিয়ে সবই কেনা যায় –
এই শহর জানে আমার প্রথম সবকিছু,
পালাতে চাই যত, সে আসে আমার পিছুপিছু।
প্রথম যৌবনের শেষে মাঝবয়েসে আসা
গিটার নিয়ে গান ধরেছে আমার ভালবাসা ।
লজ্জা, ঘৃণা, রাগের পরে এটাও বুঝি থাকে
এটাই দেব তোমায়, আর এই শহরটাকে।
No comments:
Post a Comment